বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় মস্কো

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৭:২৯ পিএম

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় মস্কো

কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ‘রিসেট’ বা পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ।
কিরিল বলেন, রিপাবলিকান পার্টির বিজয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, রিপাবলিকান শিবিরের অর্জিত বিজয়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে,আমেরিকানরা বাইডেন প্রশাসনের নজিরবিহীন মিথ্যাচার,অদক্ষতা ও বাইডেন প্রশাসনের বিদ্বেষে ক্লান্ত।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেছেন তিনি।  
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। জীবনের দুটি প্রচেষ্টায় ঐতিহাসিক নির্বাচনে জয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাচ্ছেন এ রিপাবলিকান নেতা। 
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্পযুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প কমলাকে ফুঁ দিয়ে উড়িয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পকমলাকে ফুঁ দিয়ে উড়িয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।  
এদিকে জয় নিশ্চিত হওয়ার পরপরই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 
ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন,আমি যুদ্ধ শুরু নয়,যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই মনে করা হয়। ফলে,ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তা হারাতে পারে। 
প্রেসিডেন্ট ট্রাম্প কী অবস্থান নেবেন বাংলাদেশের ব্যাপারে? প্রেসিডেন্ট ট্রাম্প কী অবস্থান নেবেন বাংলাদেশের ব্যাপারে?‍‍`বন্ধু‍‍` ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি‍‍`বন্ধু‍‍` ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
অন্যদিকে,গাজায় ইসরাইলের চলমান গণহত্যা বন্ধে ট্রাম্প কী পদক্ষেপ নেন, সে নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 
ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ট্রাম্প। সেবার তিনি আমেরিকাকে ‘আবারও মহান করার’ প্রতিশ্রæতি দিয়েছিলেন।  তিনি বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরেছিলেন। তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে আবারও ‘আমেরিকাকে আবারও মহান করুন’ প্রতিশ্রæতি দিয়েছিলেন।  

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!