শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলকে আবার কাঁপিয়ে দিলো !

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১২:৪৮ পিএম

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলকে আবার কাঁপিয়ে দিলো !

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইয়েমেনের হুতি যোদ্ধারা। এ হামলাকে ‘গুণগত অভিযান’ হিসেবে বর্ণনা করেছে তারা।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইসরাইলিরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকেন।তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা ইসরাইলের আকাশসীমার বাইরে এবং মাঝ-আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 
এর আগে ইসরাইলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখন্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।’এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে,তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে’।ইসরাইলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়য়গায় পড়েছে। এদিকে গোয়েন্দা প্রধানের ব্যর্থতার দায়ে ইনরায়েলি গোয়েন্দাপ্রধনকে বরখাস্ত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!