ভারত ও পাকিস্তানের সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যে এবার দুই চিরবৈরী দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে `অনুমানভিত্তিক গুলি` চালায় পাকিস্তানি সেনারা। এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী কার্যকরী প্রতিক্রিয়া জানায় বলে সামরিক সূত্রে এনডিটিভিকে জানানো হয়েছে। তারা বলেন,`পাকিস্তান সেনাবাহিনীর প্রতি ভারতীয় নিরাপত্তাবাহিনী `কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে`,এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র জানায়, `গত রাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কিছু স্থানে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভারতের পক্ষ থেকে এর যথাযথ জবাব দেয়া হয়েছে।`জম্মু ও কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন সংকটের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে চিরবৈরী দুটি দেশের বাহিনীর মধ্যে।
পাকিস্তনের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারত, যার মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক অ্যাটাশিদের বহিষ্কার, ছয় দশকের পুরনো ইন্দাস পানি চুক্তি স্থগিতকরণ এবং আটারির স্থল-সীমানা ট্রানজিট পোস্ট বন্ধ করে দেয়া। এই পদক্ষেপগুলো মঙ্গলবারের পাহেলগাম হামলার পর নেয়া হয়, যেখানে ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন।বৃহস্পতিবার ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দেয় যে, ১৯৬০ সালে স্বাক্ষরিত ইন্দাস পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
ভারতের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পাকিস্তানের পানি সম্পদ সচিব সৈয়দ আলী মুরতজাকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, `সততার সঙ্গে কোনো চুক্তি পালনের বাধ্যবাধকতা একটি মৌলিক বিষয়। কিন্তু আমরা যা দেখেছি তা হলো, পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে ধারাবাহিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ চালানো।`
আপনার মতামত লিখুন :