শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কমলার সমাবেশে জেনিফার লোপেজ, ‘আমি নারীর শক্তিতে বিশ্বাস করি’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১২:৫৬ পিএম

কমলার সমাবেশে জেনিফার লোপেজ, ‘আমি নারীর শক্তিতে বিশ্বাস করি’

মার্কিন পপতারকা, অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লোপেজ বলেছেন, ‘আমি নারীর শক্তিতে বিশ্বাস করি...এই নির্বাচনে (মার্কিন ড্রেসিডেন্ট নির্বাচন) পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা নারীদের আছে।’
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন লোপেজ।
বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার এই সমাবেশ হয় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে, যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে।
লোপেজ তাঁর ক্যারিয়ারে অনেক মঞ্চেই পারফর্ম করেছেন। তবে বৃহস্পতিবার রাতের এই সমাবেশ-মঞ্চকে তাঁর জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ’ বলে অভিহিত করেন তিনি। বক্তব্যের শুরুতেই তিনি এ কথা বলেন। সমাবেশে ল্যাটিনোদের শক্তির কথাও উল্লেখ করেন লোপেজ। তিনি বলেন, ‘আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি।’
লোপেজকে তাঁর সময়ের সবচেয়ে প্রভাবশালী ল্যাটিনো বিনোদন-তারকা হিসেবে গণ্য করা হয়।
৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে নেভাদাকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য বিবেচনা করা হচ্ছে। এখানকার ভোটারদের মধ্যে হিস্পানিকদের অংশভাগ গুরুত্বপূর্ণ। অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের সমাবেশে জেনিফার লোপেজ। বৃহস্পতিবার রাতে
বিষয়টি সম্পর্কে বেশ ভালো করেই অবগত কমলা শিবির। এ কারণে উদ্দিষ্ট ভোট টানতে তারা শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে নেভাদার সমাবেশমঞ্চে লোপেজকে হাজির করল।
সমাবেশে কমলার নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন লোপেজ। বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের বিভক্ত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!