বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর, পশ্চিমাদের সতর্ক করলেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১২:২৯ পিএম

ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর, পশ্চিমাদের সতর্ক করলেন

পূর্ব ইউক্রেনীয় একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ কথা বলেছে। এদিকে গতকালই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,ইউক্রেন সংঘাতে ‘বৈশ্বিক’ যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে। এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না।
৩৩ মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধ ইউক্রেনীয় গ্রামটি দখল রাশিয়ার জন্য একটি অগ্রগতি। ডালনে নামের গ্রামটির অবস্থান দোনেৎস্ক অঞ্চলে। গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ।
ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে,যেখানে রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যূহ ভেঙে ফেলা চেষ্টা করছিল। এলাকাটিতে সশস্ত্র সংঘাত চলছিল। বার্তা সংস্থা রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ‘ডিপস্টেট’ নামের সামরিক বøগে বলা হয়েছে, রাশিয়ার কাছে গ্রামটির পতন ঘটেছে। ডিপস্টেট বøগে বলা হয়, ইতিমধ্যে গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রুরা (রুশ বাহিনী) গ্রামটির সব অংশে অবস্থান নিয়েছে। রুশি প্রেসিডেন্ট পুতিন ‘বৈশ্বিক’ ইউক্রেন যুদ্ধে কিয়েভের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি নাকচ করেননি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুতিন গতকাল বলেন,একটি ‘বৈশ্বিক’ যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে ইউক্রেন সংঘাতে।এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টিকে তিনি উড়িয়ে দিচ্ছেন না।
ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলার পর পুতিনের কাছ থেকে এমন সতর্কতা এল।গতকাল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, রাশিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে এ হামলা চালিয়েছে।
তবে পরবর্তী সময় মস্কোর পক্ষ থেকে বলা হয়,নতুন প্রজন্মের ‘ইন্টারমিডিয়েট’ পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলা চালিয়েছে তারা।এই পাল্লার ক্ষেপণাস্ত্র সাধারণত ৫ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সতর্ক করেন।
ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রুশ ভূখন্ডের ভেতরের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহারের অনুমতি দিয়েছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন। এর জেরে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন,‘যেসব দেশ তাদের অস্ত্র আমাদের স্থাপনার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেয়,আমরা নিজেদের সেসব দেশের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকারী মনে করি।’
পুতিন আরও বলেন, ইউক্রেনের ছোড়া মার্কিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। শত্রুপক্ষ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!