বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১১:৪৫ এএম

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

এবার চীনের তিব্বতে ৭ জানুয়ারী সকালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। চীনের সংবাদমাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তিব্বতে নেপাল সীমান্তের কাছে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন।
ভারতের বিভিন্ন অঞ্চল বিশেষ করে বিহার, আসাম ও পশ্চিমবঙ্গে ভূকম্পন অনুভূত হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানিয়েছে। 
চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার রিপোর্টার আরও বলেছেন, সকাল ১০টা নাগাদ “একাধিক আফটারশক” রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ছিল ৪.৪।
প্রসঙ্গত, নেপাল ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে। এ কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে। 
এর আগে ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারান এবং ২২ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ভূমিকম্পে অর্ধ-লক্ষাধিক বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) দেওয়া তথ্য অনুযায়ী,স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প আঘাত হানে।- সংগৃহিত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!