মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ট্রাম্প থেকে জেলেনস্কি এখন স্টারমারের দরজায়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১০:৩৮ এএম

ট্রাম্প থেকে জেলেনস্কি এখন স্টারমারের দরজায়

ট্রাম্পের সাথে বাকবিতন্ডা জড়িয়ে পড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন বৃটিশ প্রধানমন্ত্রীর দরজায়। তাকে পূর্ণ সমর্থন দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। যুক্তরাষ্ট্র সফর শেষে বৃটেনে পৌঁছান জেলেনস্কি। সেখানে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাকে পূর্ণাঙ্গ সমর্থন দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন স্টারমার। এ খবর দিয়েছে, অনলাইন বিবিসি। 
এতে বলা হয়, বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত হয় উভয় নেতার বৈঠক। সেখানে স্টারমার আশ্বস্ত করেছেন যে, তিনি জেলেনস্কির সঙ্গেই আছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা সুরক্ষা আদায়ে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি।
শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে উভয় নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে জেলেনস্কিকে ওয়াশিংটন থেকে বের হয়ে যেতে বলা হয়। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। পৌঁছেই তিনি স্টারমারের সঙ্গে বৈঠকে বসেন। মূলত ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে লন্ডনে এই বৈঠক করলেন তারা। যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইউরোপ ও বৃটেন জেলেনস্কির পাশে থেকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!