বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

বৈরুতে হামলার পর যে মন্তব্য কমলা হ্যারিসের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১০:৩৭ এএম

বৈরুতে হামলার পর যে মন্তব্য কমলা হ্যারিসের

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর এক প্রতিক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘ইসরায়েলের সুরক্ষিত থেকে নিজেদের নিরাপত্তা রক্ষার অধিকারকে আমি দ্ব্যর্থহীনভাবে সমর্থন করি। তাদের আত্মরক্ষার অধিকার আছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে জর্জিয়ার আটলান্টায় এক প্রচারণা সভায় এসব কথা বলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য এই ডেমোক্র্যাট প্রার্থী। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সভায় হ্যারিস বলেন,‘বিশেষ করে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে তাদের। যেমনটা ঠিক হিজবুল্লাহ। তিনি আরও বলেন, ‘তবে এই ধরনের পাল্টাপাল্টি আক্রমণ বন্ধে একটি কূটনৈতিক সমাধানের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমরা সেই কাজটি চালিয়ে যাব।’
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর শুরা কাউন্সিল লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় দুই শিশুসহ তিনজন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!