ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদীবাদী সরকারের পরিকল্পনার ধারাবহিকতা বলে উল্লেখ করেছে দেশটি।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ফেব্রæয়ারি) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেন। বলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর মালিকানা প্রতিষ্ঠা করবে।
ট্রাম্পের এই বিস্ময়কর পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজার নিয়ন্ত্রণ গ্রহণ এবং ফিলিস্তিনিদের ‘জোরপূর্বক বাস্তচ্যুত’ করার ডোনাল্ড ট্রাম্পের ‘বিস্ময়কর’ পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করেছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে,গাজাকে খালি করে ফিলিস্তিনি জনগণকে প্রতিবেশী দেশগুলোতে জোরপূর্বক বাস্তচ্যুত করার পরিকল্পনা ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা। এই পরিকল্পনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গাজা দখলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূল নীতির লঙ্ঘন।
এদিকে গাজা দখলে ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ব্রিটেন, ফ্রান্স, স্পেন ছাড়াও তুরস্ক, সৌদি আরব, কলম্বিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, চীন, রাশিয়া ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কে রুবিও বলেছেন গাজার বাসিন্দাদের স্থানান্তর ‘অস্থায়ী’।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাব অস্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :