বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইসরাইলি সেনাপ্রধানের পদত্যাগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৯:৫২ পিএম

ইসরাইলি সেনাপ্রধানের পদত্যাগ

নেতৃত্বের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন দখলদার ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হালেভি। তিনি আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্ত জানানোর জন্য এমন একটা সময়কে বেছে নিয়েছি, যখন দারুণ কিছু অর্জন আইডিএফের নামের পাশে যোগ হয়েছে। হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের ছাড়িয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!