মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বন্দুকধারীদের হামলায় কলম্বিয়ায় নিহত অন্তত ৮০

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:০৭ এএম

বন্দুকধারীদের হামলায় কলম্বিয়ায় নিহত অন্তত ৮০

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রক্তক্ষয়ী হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গত ৩ দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে,বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর-পূর্ব কলম্বিয়ায় মাত্র তিন দিনে ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
ইএলএন গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দি¦ গোষ্ঠীর ওপর হামলা শুরু করে। ওই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ২০১৭ সালে ফার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল।
দুই সশস্ত্র গ্রæপের সংঘাতের মধ্যে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েন এবং রবিবার পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নর্তে দে সান্তান্ডার বিভাগের গভর্নর উইলিয়াম ভিলামিজার।হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন,কেউ কেউ পাশের পাহাড়ে লুকিয়ে আছেন বা সরকারি আশ্রয়ের সাহায্য চাইছেন।
ভিলামিজার বলেছেন,সহিংসতার কারণে আরো ২২ জন লোক আহত হয়েছেন এবং প্রায় ৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
শনিবার এক ভাষণে ভিলামিজার বলেন,ক্যাটাটুম্বোর সাহায্য দরকার। ছেলে, মেয়ে, যুবক, কিশোরসহ পুরো পরিবারকে কোনো কিছু ছাড়াই চলে যেতে দেখা যাচ্ছে এবং ট্রাক, ডাম্প ট্রাক, মোটরসাইকেলসহ যে যা পারছেন তাতে করে বা পায়ে হেঁটে এই সংঘাতের শিকার হওয়া এড়ানোর চেষ্টা করছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!