শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে যে হুমকি দিলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:৩৮ এএম

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে যে হুমকি দিলেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে, ট্রাম্পের আই বক্তব্য তার ওপর প্রভাব ফেলতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র হঠাৎ নীতি পরিবর্তন করেছে। সম্প্রতি  ট্রাম্প মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। তবে ওই আলোচনায় ইউক্রেন আব ইউরোপের কাউকে রাখা হয়নি।
এদিকে গেল বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে।এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন,নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রæত পদক্ষেপ নেয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না।’এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প বলেন,‘আমি মনে করি,আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয়, যুদ্ধ শেষ করাসংক্রান্ত আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি,আহা,আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।” ভালো কথা,আমি বলতে চাই,আপনারা সেখানে তিন বছর ছিলেন। আপনাদের এটা শেষ করা দরকার ছিল।’
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!