সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

চীন বাদে সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১২:১২ এএম

চীন বাদে সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

চীন ছাড়া যেসব দেশের ওপর পারস্পারিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৯ এপ্রিল) তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীন ব্যতীত প্রতিটি দেশের উপর বিশ্বব্যাপী শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত সেই দেশগুলোকে পুরস্কৃত করেছে যারা বাণিজ্য যুদ্ধের মধ্যে প্রতিশোধ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ৯০ দিনের বিরতির মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় থাকবে। বেসেন্ট আরও বলেন, কানাডা এবং মেক্সিকোসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায় এমন দেশগুলির ওপর শুল্ক হার ১০ শতাংশে নেমে আসবে। তার কথায়,বিশ্বের প্রতিটি দেশ যারা এসে আলোচনা করতে চায়, আমরা আপনার কথা শুনতে ইচ্ছুক।"এর আগে গত সপ্তাহে বাংলাদেশ,ভারত,পাকিস্তান চীনসহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।সূত্র : সিএনএন

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!