মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এবার মার্কিন এমপি ও কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১২:১০ এএম

এবার মার্কিন এমপি ও কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ

মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। দেশটি বেশ কয়েকজন কংগ্রেস সদস্য,সরকারি কর্মকর্তা ও এনজিওপ্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।সোমবার ( ২১ প্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হংকং সম্পর্কিত ইস্যুতে ‘অসাধু আচরণ’ করার অভিযোগে চীন যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং কিছু বেসরকারি সংস্থার প্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত মাসে হংকং ও চীনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞার জবাবে বেইজিং এই পদক্ষেপ নিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক ও অন্যায্য নিষেধাজ্ঞাকে চীন প্রবলভাবে নিন্দা জানাচ্ছে।এ ধরনের অসদাচরণের জবাবে আমাদের পাল্টা ব্যবস্থা নেওয়া অপরিহার্য ছিল।মার্কিন এমপি ও কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপমার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরানতিনি সতর্ক করে দিয়ে যোগ করেন, হংকং সংক্রান্ত যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত বা কর্মকান্ডের মুখে চীন কঠোর ও সমমাত্রায় জবাব দেবে।
উল্লেখ্য,গত জুলাইয়ে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের সঙ্গে জড়িত ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই আইনের মাধ্যমে হংকংয়ের স্বায়ত্তশাসন ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। তবে বেইজিং একে হংকংয়ের আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার ‘অপরিহার্য পদক্ষেপ’ বলে বিবেচনা করে আসছে।বিশ্লেষকদের মতে,আন্তর্জাতিক ইস্যুতে চীন-মার্কিন উত্তেজনার নতুন মাত্রা যোগ করবে এই নিষেধাজ্ঞা। দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও ভূ-রাজনৈতিক ইস্যুতে টানাপড়েনের মধ্যেই হংকংকে কেন্দ্র করে নতুন এই সংঘাত সামনে এসেছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!