শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১

এই হাস্যকর যুদ্ধ থামান: পুতিনকে ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:৩৬ পিএম

এই হাস্যকর যুদ্ধ থামান: পুতিনকে ট্রাম্প

প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাস্যকর এই যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 
প্রতিবেদনে বলা হয়, নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে তিনি ব্যবস্থা নেবেন।ট্রাম্প বলেছেন,এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।’
বুধবার(২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প এই প্রথমবার পুতিনকে নিয়ে মুখ খুললেন। তিনি বলেছেন, ‘আপনি যদি চুক্তি না করেন, তাহলে রাশিয়া ও যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশের বিরুদ্ধে চড়া হারে কর, শুল্ক বসানো ও আরও নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প থাকবে না।’
ট্রাম্প বলেছেন,আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন এটা বন্ধ করুন। আমরা সহজ বা কঠিন রাস্তায় হাঁটতে পারি। সহজ রাস্তা সবসময়ই ভালো। তাই চুক্তি করার পক্ষে এটাই সেরা সময়। আর কোনো জীবন যেন নষ্ট না হয়।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!