বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

কান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার বাইডেনের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১০:২৫ এএম

কান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার বাইডেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট। তার বিজয়ের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তার ভাষণে ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।
ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দুদিন পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন,শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সরকার প্রতিশ্রæতিবদ্ধ।
তিনি বলেন,শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালবাসা যায় তা নয়, পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে। আর মার্কিনরা তা পারে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার সরকার। সেই সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকদের দেশ গঠনে আরও নিবিড়ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান বাইডেন। ৭৪ দিন পর ট্রাম্প ক্ষমতা নেবেন। ট্রাম্পের অভিষেক হবে ২০ জানুয়ারিতে। তার শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত জো বাইডেনই ক্ষমতায় থাকবেন। এ মুহূর্তে ট্রাম্প তার মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!