শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বললেন জয়শঙ্কর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৪:৪২ পিএম

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বললেন জয়শঙ্কর

গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠানোর প্রশ্নে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মঙ্গলবার জার্মানির বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশ সরকার বলছে, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে?
জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন,“আপনারা জানেন- বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এ সরকারের সঙ্গে কাজ করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।”
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখনও তিনি সেদেশেই অবস্থান করছেন। সূত্র: এএনআই

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!