বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

ট্রাম্পকে শি জিনপিংয়ের ফোন, যে কথা হলো

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৫:১০ পিএম

ট্রাম্পকে শি জিনপিংয়ের ফোন, যে কথা হলো

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বেইজিং-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে পারে বলে আশা  প্রকাশ করেছেন তিনি।
গতকাল বুধবার গভীর রাতে চীনের প্রেসিডেন্ট নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন বলে চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, আমেরিকার নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। প্রাথমিকভাবে গতকাল বুধবার চীনা পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এই প্রতিক্রিয়ায় জানানো হয়।
চীনা পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়,‘আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলবে চীন। সুযোগ নষ্ট না করা হলে এই ফলাফল বেইজিং-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে।এদিকে কূটনীতিকদের একাংশের মতে,বাইডেনের শাসনের সময় তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা-চীনের সংঘাত ট্রাম্পের আমলে নতুন মাত্রা পেতে পারে।
এর আগে ২০২২ সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরই নতুন করে উত্তেজনা তৈরি হয়।
ওই সময় ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান। চীন-তাইওয়ান সঙ্কটের আবহে সে সময় আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল।
এরপর সাময়িকভাবে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দুই পক্ষ কিছুটা নমনীয় হলেও চলতি বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর চীন-বিরোধী ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-র জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে।
এদিকে চীনের দাবি,তাইওয়ান তাদেরই দেশের ‘বিদ্রোহী ভূখন্ড’। প্রয়োজনে বলপ্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখন্ডে যোগ করতে বদ্ধপরিকর। অন্যদিকে তাইওয়ানের বর্তমান সরকার তাদের অবস্থানে অনড়। এ পরিস্থিতিতে ট্রাম্প যদি তাইওয়ানকে ধারাবাহিক সামরিক সাহায্য করেন,তবে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত,মঙ্গলবারের নির্বাচন এখন পর্যন্ত ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেযয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। এখন তিন অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা হয়নি।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!