রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আজ পাস হচ্ছে অর্থবিল, কাল মূল বাজেট

প্রকাশিত: ০৫:০৭ এএম, জুন ২৯, ২০২০

আজ পাস হচ্ছে অর্থবিল, কাল মূল বাজেট

পাঁচ দিন বিরতির পর আজ সোমবার সকাল ১১টায় বসছে সংসদের মুলতবি বৈঠক। বৈঠকে আজ অর্থবিল ও আগামীকাল মঙ্গলবার মূল বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই মুলতবি দেওয়া হয়। গত ১০ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা গত ১১ জুন নতুন অর্থ-বছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এরপর দু'দিনের জন্য অধিবেশন মূলতবি করা হয়। গত ১৫ জুন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল পাস হয়। এরপর ১৬ জুন থেকে নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। ১৭ জুন, ২২ জুন, ২৩ জুন ও ২৪ জুন ওই আলোচনা চলে। মুলতবি দেওয়ার পর আজ ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন মূল বাজেট পাস হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংপ্তিতম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা সাধারণ আলোচনা চলতে পারে। আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের ইতোমধ্যে তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়। আগামী ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে বলে জানা গেছে।
Link copied!