রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে: জাহাঙ্গীর

প্রকাশিত: ০১:৫২ পিএম, মে ২১, ২০২৩

দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে: জাহাঙ্গীর

নিজেকে নির্দোষ দাবি করে গাজীপুর সি‌টি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বিনা কারণে দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে। রোববার (২১ মে) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তলবি নোটিশে জাহাঙ্গীর আলমকে ২০ ও ২১ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। ২০২১ সালের ১৯ নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্তে দল থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের ৭ দিন পর ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরপর চলতি বছরের ২১ জানুয়ারি জাহাঙ্গীরের আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ তাঁকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর। দল মনোনয়ন দেয় মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে। দলের ‘বিদ্রোহী’ হিসেবে মেয়র পদে প্রার্থী হলেও যাচাই-বাছাইয়ে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ হয়। মায়ের পক্ষে নির্বাচনের মাঠে নামা জাহাঙ্গীরকে আওয়ামী লীগ স্থায়ীভাবে বহিষ্কার করে।
Link copied!