বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বলিউডের গসিপ গার্ল কে? ফাঁস করলেন অনন্যা

প্রকাশিত: ০৭:৫২ এএম, জুন ৩, ২০২০

বলিউডের গসিপ গার্ল কে? ফাঁস করলেন অনন্যা

বলিউডে দুই ধরনের মানুষ আছে। এক দল আছে যারা কাজের বাইরে অন্য কিছু নিয়ে মাথা ঘামায় না, অন্য দলের কাছে ইন্ডাস্ট্রির ছোট-বড় ঘটনার কিছুই অজানা থাকে না। কারিনা কাপুর খান আছেন দ্বিতীয় দলে। কারিনা সম্পর্কে এই তথ্য ফাঁস করেছেন বলিউডের ভেতরেরই একজন, অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলিউডের গসিপ গার্ল কে? ‘বলিউড হাঙ্গামা’র এমন প্রশ্নের জবাবে অনন্যা বলেন, ‘আমার মনে হয় কারিনা। এমন কিছুই নেই, যা সে জানে না। বলিউডের সবাই এটাই বলে।’ তবে শুধু কারিনাই নন, রণবির কাপুর ও করণ জোহরও খবর আর গুঞ্জনের ডিপো। গসিপের দিক থেকে কারিনার পরেই এই দুজন থাকবেন বলে মত দেন অনন্যা। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার প্রেম নিয়ে হালে কম গুঞ্জন হয়নি। তবে সাক্ষাৎকারে নিজের সম্পর্কে কিছু বলেননি অনন্যা। কারিনার কপালে ‘বলিউড গসিপ গার্ল’ তকমা এই প্রথম নয়। মার্চে ‘সূর্যবংশী’র প্রচারে অক্ষয় কুমার একই উপাধি দিয়েছিলেন কারিনাকে।
Link copied!