সারা দেশে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মার্চ। বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, ‘আজ তো মাত্র রেজাল্ট (উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল) হলো। আমরা আগামীকাল বসব। শুক্রবার অথবা শনিবারের ভেতরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
তিনি জানান, আসন সংখ্যা ও ভর্তি প্রক্রিয়া আগের বছরের মতো একই রয়েছে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। ১২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আর সরকারি ও বেসরকারি সব মেডিক্যাল কলেজের ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।
দেশে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিক্যাল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।
গত বছর ১ এপ্রিল মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা হয়। ফল প্রকাশ করা হয় ৫ এপ্রিল। সেবার এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন।