সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যৌন হয়রানির অভিযোগ উঠতেই জাপানি শেফের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৫৩ এএম, অক্টোবর ১, ২০২০

যৌন হয়রানির অভিযোগ উঠতেই জাপানি শেফের আত্মহত্যা

জাপানি একজন শেফের পরিবার ফ্রান্সে বেশ নামডাক করে ফেলেছিল। যৌন হয়রানির অভিযোগ ওঠার পর খ্যাতনামা শেফ আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি, ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তাদের সন্তানের বিরুদ্ধে। ৩৯ বছর বয়সী টাকু স্কাইনের প্যারিসের রেস্টুরেন্টের নাম ডারসো। ২০১৬ সাল থেকে এটি বেশ জনপ্রিয়। টাকুর পরিবারের দাবি, যৌন হয়রানির অভিযোগ ওঠার পর মানসিক অবসাদে ভুগতে থাকে টাকু। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের বিরুদ্ধে সমালোচনা মেনে নিতে পারতো না। বার্তা সংস্থা এএফপিকে তার পরিবার জানিয়েছে, টাকুর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে মেনে না নেওয়ার মতো প্রোপাগান্ডা চালানো হয়েছে। এসব সহ্য করতে না পেরে কাজও করতে পারতো না টাকু। অবশেষে গত মঙ্গলবার টাকু আত্মহত্যা করেছে। যদিও পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশও তার বিরুদ্ধে তদন্তে নামেনি। তার পরেও অভিযোগ মেনেই নিতে পারেননি টাকু। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। স্ত্রী অবশ্য তাকে সন্দেহ না করে সমর্থন দিয়েছিলেন। তার পরেও খ্যাতনামা এই শেফ নিজের নামের সঙ্গে ধর্ষণের অভিযোগ সহ্য করতে পারেননি। সূত্র : জাপান টাইমস
Link copied!