বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরীমনির

প্রকাশিত: ০১:৫৫ পিএম, মে ৩১, ২০২৩

রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরীমনির

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় নাম উল্লেখ না করে চিত্রনায়িকা পরীমনিকে দোষারোপ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দিয়েছেন মামলার হুমকি। বিষয়টি নিয়ে জানতে চাইলে মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে অডিওবার্তায় পরীমনি দাবি করেন, রাজ ১০ দিন ধরে তার সঙ্গে নেই, সুনেরাহর সঙ্গেই রয়েছেন। আর এসব ভিডিও ও ছবি প্রকাশের সঙ্গে সুনেরাহই জড়িত। পরীমনি বলেন, ‘এই মেয়ে কী চায়, বেয়াদব মহিলা, কত্ত বড় সাহস। রাজই তো আমার কাছে নাই, রাজের ফোন কই থেকে আসবে আমার কাছে। আর এগুলো আমি কেন করতে যাব লেম জিনিসপত্র।’ ‘আপনাদের কী মাথা খারাপ। ওর নাকি এত ভালো ফ্রেন্ড তা হলে বিয়ের পর কেন যোগাযোগ রাখেনি। হঠাৎ করে আমার জামাইকে কেড়ে নিচ্ছে কেন? আমার জামাই তো আমার সঙ্গে ১০ দিন ধরে থাকে না, ওর সঙ্গে থাকে। কেন থাকে?’ তিনি বলেন, ‘এখন তো আমার মনে হচ্ছে— সব নাটের গুরু হচ্ছে এই মেয়ে। না হলে হুট করে তোমার মনে হইল ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়া দিলা রাজের আইডি থেকে, ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও ও ছবি সব ডিলিট হয়ে গেল? এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরোপুরিভাবে। ইচ্ছা করে একটি চক্র কাজ করছে আমার সংসার ভাঙানোর জন্য। আমি কী রাজের আইডি চালাই।’ পরীমনি বলেন, ‘ও যেন প্রমাণ না নিয়ে আমার সঙ্গে কথা না বলে। একদম কেউ যদি আমার দিকে আঙুল তোলে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দেব। আর এসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আমার সংসারে কোনো এদিক-ওদিক হইছে, তা হলে সবাই দায়ী থাকবে এ জন্য। আর সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইট-ই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এই কথাগুলো বলে যায়। রাজ তো কয়েক দিন ধরে ওর কাছে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ফোন থেকে দিয়ে দিব ছবিগুলো। ‘এই মেয়ে কী চায়, এত্ত বড় সাহস। ওর নাকি এত ভালো ফ্রেন্ড তা হলে বিয়ের পর কেন যোগাযোগ রাখেনি। হঠাৎ করে এখন আমার জামাইকে কেড়ে নিচ্ছে কেন, আমার জামাই তো আমার সঙ্গে ১০ দিন ধরে থাকে না, ওর সঙ্গে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে, কেন থাকে? আমাদের ঘড় ভেঙে কি ও ঘর করতে চায়, না কী চায়? আমি তো বুঝলাম না।’ তিনি আরও বলেন, ‘ও বলে আমি ওর ওপর খ্যাপা, কীভাবে ক্ষেপলাম? আমি কী ওকে ফোন দিয়ে গালি দিছি, না ওর বাসায় গিয়ে গালি দিছি। ওর সঙ্গে তো আমার কোনো ধরনের কোনো কথাই হয়নি, যোগাযোগ হয়নি। আমাকে নিয়ে কেন কথা বলল? জিজ্ঞেস করেন ওকে। ও কি লাইম লাইটে আসতে চায়, আলোচনায় আসতে চায়? ও কী চায়? নাহ ও চায় রাজের সংসারটা ভেঙে যাক।’ ‘প্রবলেম হচ্ছে ও আমাকে নিয়ে কথা বলল কেন? ওদের ভিডিও ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এগুলো নিয়ে আমি কী কথা বলল। এগুলো সিলি ম্যাটার নিয়ে আমি কী বলল। মন্তব্য হচ্ছে— সে আমাকে নিয়ে কেন কথা বলল? আমি নাকি ওর ওপর খ্যাপা ছিলাম, ও কীভাবে বুঝল আমি খ্যাপা ছিলাম? আমি কী ওরে ফোন দিয়া গালি দিছি? নাকি সামনাসামনি গিয়ে কিছু বলছি? নাকি অন্য কারও কাছে গিয়ে বলছি, আমি কার কাছে কী বলছি? ওর কেন মনে হলো আমি খ্যাপা। কারণ কী জানেন, ও ইন্টেনশনালি চায় এ রকম কিছু একটা ঘটুক। আমার তো তাই মনে হচ্ছে, সব নাটের গুরু হচ্ছে এই মেয়ে। এই মেয়ে জড়িত পুরোপুরি ভাবে।’
Link copied!