সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৯:১০ এএম

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (১০ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি লিখেন,৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারো ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।
তার পোস্টে তিনি রাজনৈতিক অবস্থান এবং ইতিহাসের বিকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরও লিখেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদিবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিস্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। 
মুজিববাদী বামেরা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে উল্লেখ করে মাহফুজ আরও লিখেন, আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসকল বিটিম ও শিগগিরই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!