বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

এবার জয়া-প্রসেনজিৎ করোনা নিয়ে...

প্রকাশিত: ০৪:৩৯ এএম, জুলাই ১৮, ২০২০

এবার জয়া-প্রসেনজিৎ করোনা নিয়ে...

বহুল প্রশংসিত ‘রবিবার’ দিয়ে প্রথমবারের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন জয়া আহসান। অতুনু ঘোষের ছবির পর ফের জুটি হচ্ছেন দুই বাংলার দুই তারকা। ইন্দ্রদ্বীপ দাশগুপ্তের নতুন সিনেমা ‘অসতো মা সাদগময়’ ছবিতে প্রসেনজিতের সঙ্গে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রীকে। করোনা মহামারির প্রেক্ষাপটে ছবির গল্প মূলত মানবসভ্যতার টিকে থাকার লড়াই নিয়ে। ছবিতে মাত্র পাঁচটি চরিত্র থাকবে। চলচ্চিত্র সম্পর্কে আরো বিস্তারিত জানিয়ে পরিচালক ইন্দ্রদ্বীপ ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ‘করোনা কিভাবে আমাদের জীবনের সব কিছু বদলে দিয়েছে, আমাদের আচরণে প্রভাব ফেলেছে—সিনেমায় সেটাই দেখা যাবে। গল্পটি যখন লিখি তখন সামাজিক দূরত্ব মেনে শুটিংয়ের বিষয়টি মাথায় ছিল না। তবে পুরো সিনেমায় যেহেতু মাত্র পাঁচটি চরিত্র, তাই শুটিংয়ে সমস্যা হবে না।’ ছবিতে প্রসেনজিৎ-জয়া ছাড়া আরো আছেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। ২০ জুলাই ছবির পুরো চিত্রনাট্য প্রসেনজিতের শোনার কথা। তবে এর আগে পরিচালকের সঙ্গে যেসব প্রাথমিক আলাপ হয়েছে তাতে খুশি প্রসেনজিৎ, ‘ছবির গল্পে একটা সংবেদনশীলতা রয়েছে যা আমার ভালো লেগেছে।’ ছবির শুটিংয়ের জন্য ফ্লাইট চালু হলে যত দ্রুত সম্ভব কলকাতায় ফিরতে প্রস্তুত জয়া আহসানও, ‘যখন পরিচালক আমাকে গল্পটি শোনান, নিজের পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মেলাতে পারছিলাম। এই মহামারিকালে আমরা সবাই মানসিক নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি। এই ছবিতে কাজের জন্য আমি সামনে তাকিয়ে আছি।’ পরিচালক ইন্দ্রদ্বীপ ছবির সংগীত পরিচালনা করবেন। ইন্দ্রদ্বীপ মূলত ওপার বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক। গেল বছর বহুল প্রশংসিত ‘কেদারা’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
Link copied!