শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫০ পিএম, সেপ্টেম্বর ১০, ২০২৩

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, আগের বাড়ানো মেয়াদ সেপ্টেম্বরের ২৪ তারিখে শেষ হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে একই শর্তে মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আবেদনে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি ছিল উল্লেখ করে আনিসুল হক বলেন, কিন্তু সেই বিষয়ে আইনি কোনো সুযোগ নেই। আইনি সুযোগ থাকলে আমরা বিবেচনা করতাম। আমার স্বাক্ষরের পর ফাইল ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে। এটি প্রধানমন্ত্রীর কাছে যাবে না।
Link copied!