শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবি ক্যাম্পাসের দেয়ালে তিন কিংবদন্তি

প্রকাশিত: ০৫:৪৯ পিএম, মে ৬, ২০২১

জাবি ক্যাম্পাসের দেয়ালে তিন কিংবদন্তি

এটিএম শামসুজ্জামান, হুমায়ূন ফরীদি এবং দিলদার- বাংলা চলচ্চিত্র অঙ্গনের তিন কিংবদন্তি। বছরের পর বছর ধরে বাংলার মানুষকে বিনোদিত করে আসা অসম্ভব জনপ্রিয় তিনটি মুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালে তো অনেক ছবিই আঁকা হয়, তাই এবার মামুর ও তার দল (অপূর্ব অধিকারী, বিপিন চাকমা, খাইরুল ইসলাম) বাংলা চলচ্চিত্রকে উৎসর্গ করে কিছু করার কথা ভাবলো। সেটা ভেবেই এই তিনজনের প্রতিকৃতি ওরা এঁকেছে ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদ সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফর্মারের জন্য ব্যবহৃত ঘরের দেয়ালে। মামুর বলেন, তাদের নিয়ে আগে কখনো দেয়ালচিত্র আঁকা হয়েছে কিনা আমার জানা নেই, আশা করি তাদেরকে উৎসর্গ করে আঁকা এই ছবিগুলো তাদের স্মৃতির প্রতি সুন্দর একটা নিবেদন হয়ে সকল শুভাকাঙ্ক্ষীদের ভালোলাগা হিসেবে থেকে যাবে।  
Link copied!