শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

টিকা নিয়ে গুজবে কাজ হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৯ এএম, জানুয়ারি ২৮, ২০২১

টিকা নিয়ে গুজবে কাজ হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকা নিয়ে গুজবে কাজ হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বানও জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশেই টিকাদান কর্মসূচি চলছে। প্রথম দিন টিকা নেওয়া সবাই সুস্থ আছেন। এদিকে বিএসএমএমইউ ছাড়াও রাজধানীর আরো চারটি হাসপাতালে টিকাদান কর্মসূচি চলবে। হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল। সকালে দিনের প্রথম টিকা নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ বিএসএমএমইউর ২০০ জনের টিকা নেওয়ার কথা আজ।
Link copied!