বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

নিজের প্রিয় ইনিংসগুলোর কথা জানালেন সাকিব

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, এপ্রিল ২৩, ২০২০

নিজের প্রিয় ইনিংসগুলোর কথা জানালেন সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৭৫ ইনিংসে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন ১৪ বার, পঞ্চাশ পেরিয়েছেন আরও ৮০ বার। এছাড়া আরও কিছু কার্যকরী ৩৫-৪০ রানের ইনিংসও খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এত এত ইনিংসের মাঝে সাকিবের নিজের পছন্দের ইনিংস কোনটা? কিংবা একাধিক হলে কোনগুলো? সাধারণত নিজের অর্জন, মাইলফলক বা কৃতিত্ব নিয়ে সংবাদমাধ্যমে খুব একটা কথা বলেন না সাকিব। তবে প্রশ্ন যখন আসে ভক্তের কাছ থেকে, তখন তো উত্তর দিতেই হয়। বুধবার রাতে ফেসবুক লাইভে সাকিবের কাছে জিজ্ঞেস করা হয় তার নিজেই পছন্দের ইনিংসগুলোর কথা। খানিক ভেবে সাকিব জানান তিন ফরম্যাটের তার নিজের প্রিয় ইনিংসগুলোর ব্যাপারে। এছাড়া যে ইনিংস নিয়ে আক্ষেপ রয়েছে, সেটি জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি (৯৯ বলে অপরাজিত ১২৪) আমার খুব প্রিয়। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটিও অনেক প্রিয় (১১৯ বলে ১২১)। যদিও ইংল্যান্ডের কাছে আমরা হেরেছি, তারপরও ব্যক্তিগত দিক থেকে ইনিংসটি ভালোলাগার।’ আরও বলেন, ‘ডাবল সেঞ্চুরির (নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭) কথা তো বলতেই হবে। নিউজিল্যান্ডের মাটিতে ওদের বিপক্ষে এমন ইনিংস খেলতে পারা আমার কাছে খুবই স্পেশাল। এছাড়া ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংসটিও (ত্রিদেশীয় সিরিজে ৬৯ বলে অপরাজিত ৯২) খুব ভালো ছিল। টি-টোয়েন্টির কথা বললে অবশ্যই ২০১২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের ইনিংসটি।’ সাকিবের খানিক আক্ষেপ রয়েছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে। পুরো বিশ্বকাপে তিনি ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান। যেখানে ছিল ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরি। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই আউট হয়েছিলেন ৪১ রানে। সুযোগ থাকলে সেই ইনিংসটি বদলে নিতে চান সাকিব। তার ভাষ্য, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসটি (আবার সাজাতে চাই)। বিশ্বকাপে একমাত্র ওই ইনিংসেই মনে হয় কিছুটা ঘাটতি থেকে গিয়েছিল। ৪১ রানে আউট হয়ে গিয়েছিলাম। সুযোগ থাকলে আবার ঐ ইনিংস খেলতাম। তবে অবশ্যই ৪১ থেকে শুরু করতাম। শূন্য থেকে শুরু করতে হলে, আরও কম রানেও আউট হতে পারি!’ সূত্র : জাগো নিউজ
Link copied!