রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরি

প্রকাশিত: ০১:৪৪ পিএম, জুলাই ২২, ২০২৩

ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছেন ওপেনার ফারজানা হক পিংকি। নারীদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন পিংকি। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ৩০ বছর বয়সী ব্যাটার ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলেছেন। ৯৭ বলে ফিফটি পূরণের পর ১৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডে আগের সর্বোচ্চ ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেন সালমা, পরের ম্যাচে তা স্পর্শ করেন রুমানা। ১০ বছর পর তাদেরকে ছাড়িয়ে গেলেন ফারজানা।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার। আজকের ওয়ানডে ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার। ২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে শতক হাঁকান তিনি। একই ম্যাচে শতক পূর্ণ করেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই। ফারজানার সেঞ্চুরিতে ভারতকে ২২৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। সব ওয়ানডে মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তিন ম্যাচ সিরিজের এই ম্যাচটি অঘোষিত ফাইনাল বলা চলে। সিরিজে ১-১ সমতা থাকায় এ ম্যাচের ফলে নির্ধারন হবে সিরিজের ট্রফি কার ঘরে উঠছে।
Link copied!