শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মতিন খসরুর আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে সাজ্জাদ-ছালাম

প্রকাশিত: ০৬:৫৩ এএম, মে ৩, ২০২১

মতিন খসরুর আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে সাজ্জাদ-ছালাম

সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিমকোর্ট বার সভাপতি আব্দুল মতিন খসরুর শূন্য কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন দুই ডজন আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল ছালাম বেগ। এ ছাড়া দলীয় মনোনয়নের জন্য আরও অনেক নেতাই এখন কেন্দ্রে লবিং শুরু করেছেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন যুগান্তরকে বলেন, মনোনয়ন পেতে একঝাঁক প্রার্থীর মধ্যে অনেক অরাজনৈতিক ব্যক্তিও রয়েছেন। কোনো দিন রাজনীতি করেননি এমন ব্যক্তিও আছেন এ তালিকায়। তিনি বলেন, রাজনীতি না করলে রাজনৈতিক নেতা হওয়া যায় না। দীর্ঘ ৪০ বছর ধরে আমি আওয়ামী লীগে আছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি নির্বাচন করব; না দিলে নির্বাচন করব না। এদিকে আরেক মনোনয়ন প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ছালাম বেগ বলেন, আমি গতবারও নির্বাচন করতে চেয়েছিলাম। মনোনয়নপত্রও ক্রয় করেছিলাম, পরে নেত্রীর নির্দেশে মতিন খসরুর পক্ষে কাজ করেছি। আশা করি, এবার নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। এ ছাড়া এ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার সোহরাব হোসেন চৌধুরী, এহতেশাম রুমি, হেলেনা জাহাঙ্গীর, অ্যাডভোকেট আবুল হাশেম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, দিদার, এমএ মতিন, অ্যাডভোকেট রেজাউল করিম, মতিন খসরুর স্ত্রী সেলিনা সোবহান খসরু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য তারেক হায়দার প্রমুখ। অন্যদিকে বিএনপি থেকে রয়েছেন শিল্পপতি এসএম আলাউদ্দিন, শিল্পপতি বুড়িচং উপজেলার বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, ব্রাক্ষণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিমউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।
Link copied!