রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মা হওয়ার সুসংবাদ দিলেন শ্রেয়া ঘোষাল

প্রকাশিত: ০৫:৪৭ এএম, মার্চ ৫, ২০২১

মা হওয়ার সুসংবাদ দিলেন শ্রেয়া ঘোষাল

মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার টুইটারে শ্রেয়া নিজেই এ সুখবর দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে।’ স্বামী শিলাদিত্যকে ট্যাগ করে শ্রেয়া লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন।’ স্ট্যাটাসের সঙ্গে হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শ্রেয়া। ছবিতে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি। সন্তান আগমনের খবরে অনেকেই টুইটারে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ২০১৫ সালে ছোটবলের বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী শিলাদিত্য একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। ২০০০ সালে ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থার কথা জানান দেন তিনি। চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক স্বীকৃতি রয়েছে শ্রেয়ার মুকুটে।
Link copied!