দেশের একমাত্র রাষ্ট্রীয় সিমেন্ট তৈরির কারখানা ছাতক সিমেন্ট কম্পানিকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস প্রকল্পে রূপান্তর করতে ২০১৬ সালে ৮ মার্চ একনেকে আধুনিকায়ন ড্রাই প্রসেস প্রকল্পের অনুমোদন হয়।
চীনের নানজিং সি-হোপ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ৮৯২ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পের কাজ শুরু করেছে। এ কাজে তদারকির জন্য প্রায় ৬কোটি টাকা ব্যয়ে কন্টিনেন্টাল ইনসফেকশন বিডি লিমিটেড নামের একটা ফার্মকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের পাইলিংসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ চলমান থাকলেও এখন পর্যন্ত তারা একদিনের জন্যও সশরীরে প্রকল্প পরিদর্শনে আসেননি।
তবে ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পিডি এফ এম আব্দুল বারী জানান, অনলাইনে তাদের পরামর্শ নেওয়া হয়। এবং প্রকল্প পরিদর্শনের ফার্মকে চিঠি দেওয়া হয়েছে। মার্চ মাসে তারা প্রকল্পে আসবেন।
এছাড়া নানজিং সি-হোপ কর্তৃক প্রদত্ত ড্রয়িং ডিজাইন যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য বিসিআইসির ২১জন বিশেষজ্ঞ নিয়ে আরেকটি টিম গঠিত হলেও প্রকল্পের পিডি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।
এদিকে প্রকল্পে নামমাত্র একজন পিডি থাকলেও অনেকটা বিনা তদারকিতে নিজেদের ইচ্ছেমতো কাজ করছে চায়না কম্পানি। এতে নির্মাণাধীন প্রকল্পের গুনগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক এফএম আব্দুল বারী জানান, প্রকল্পের সকল কাজেই তদারকি হচ্ছে। কনসালটেন্ট ফার্মকে চিঠি দেয়া হয়েছে এ মাসেই তারা প্রকল্প পরিদর্শন করবেন।