শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বেক্সিমকো দেখভালে রিসিভার নিয়োগের আদেশ প্রকাশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:১৯ পিএম

বেক্সিমকো দেখভালে রিসিভার নিয়োগের আদেশ প্রকাশ

সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রæপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট।উল্লেখ্য বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রকাশ করেছেন। এর আগে ৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রæপ সংশ্লিষ্ট সব ব্যবসা এবং ব্যবসার সঙ্গে যুক্ত সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
গুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!