শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সমালোচিত ৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৩৬ পিএম

সমালোচিত ৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে

দেশের আলোচিত-সমালোচিত ও আর্থিক কেলেংকারী থাকার অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গেøাবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং আইসিবি। রবিবার(৫জানুয়ারী) তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এই ৬ ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক আলোচিত এস আলম গ্রæপের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গেøাবাল ইসলামী ব্যাংক। বাকি দুই ব্যাংক হলো- এক্সিম ব্যাংক এবং আইসিবি।
ব্যাংক সুত্রে জানা গেছে, এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করছে বিদেশি অডিট ফার্ম। স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে তারা চায় বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে।এবং আর্থিক লেনদেনে আরও সতর্ক হতে বলা হযেছে।
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!