বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশের রপ্তানি আয় বাড়ল অর্থবছরের প্রথমার্ধেই

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৯:৩৩ পিএম

দেশের রপ্তানি আয় বাড়ল অর্থবছরের প্রথমার্ধেই

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের রপ্তানি আয় ১২.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক বছরের ব্যবধানে দেশের রপ্তানি আয় ২১.৭৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪.৫৩ বিলিয়ন ডলারে।  
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে পাওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বরে ৩.৯৩ বিলিয়ন ডলার রপ্তানি আয় থেকে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ১৭.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৬৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এই বৃদ্ধি প্রধানত পোশাক খাতের অনন্য অবদানে ঘটেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে পোশাক খাতের রপ্তানি আয় ১৩.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯.৮৯ বিলিয়ন ডলার পৌঁছেছে, যা এক নতুন রেকর্ড।
এছাড়াও,অন্যান্য প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি আয়ও এই সময়ের মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে।তবে, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কিছুটা কমেছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!