অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী মিসেস ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের দু`জন অনুসন্ধান কর্মকর্তা বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে দুটি মামলা দায়ের করেন। দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তাজুল ইসলামের ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। তার নিজ নামে ৩৫টি ব্যাংক হিসাবে ৭৩ কোটি ৬২ লাখ টাকা জমা ও ৬৬ কোটি ১২ লাখ ৫৭ টাকা উত্তোলন করা হয়। মোট ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করা হয়।
স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। তাজুল ইসলামের স্ত্রী অসাধু উপায়ে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখেছেন। তার নিজ নামের ১১টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৯৩ লাখ ৫০ টাকা জমা ও ১৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করা হয়। এটি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন। আসামিরা দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দন্ডবিধি ১০৯ ধারা লঙ্ঘন করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
আপনার মতামত লিখুন :