বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

ডিসিদের সর্বোচ্চ শক্তি নির্বাচনে প্রয়োগের নির্দেশ সিইসির

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১০:২০ পিএম

ডিসিদের সর্বোচ্চ শক্তি নির্বাচনে প্রয়োগের নির্দেশ সিইসির

দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আইনের মধ্যে থেকে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ডিসিদের উদ্দেশে তিনি বলেছেন, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব,আমাদের যত ক্ষমতা আছে। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োগ করবেন। ওপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করব আমরা, আপনাদের কোন চাপের মধ্যে থাকতে হবে না।
মঙ্গলবার (১৮ফেব্রæয়ারি) রাজধানীর ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এ কথা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনের দিন থেকে নয় এখন থেকে নির্বাচনের কর্মকান্ডের সঙ্গে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশে সেখানেই বক্তব্যে একটা অংশ যেন নির্বাচন প্রসঙ্গে থাকে। অ্যাওয়ারনেস যেন থাকে, কারণ মানুষ তো নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের ভোটের অধিকার সম্পর্কে যখন জনসচেতনতামূলক বক্তব্য রাখবেন, তখন এর একটা প্রভাব পড়বে।
ডিসিদের উদ্দেশে তিনি বলেন,আমরা যেমন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কাজ করছি, আপনারাও আমাদের সহযোদ্ধা। এটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। এখানে আপনারা সহযোদ্ধা হিসেবে থাকবেন এবং এখন থেকে কাজ শুরু করে দেন। উনারা কথা দিয়েছেন সেভাবে কাজ করবেন।আগে আইন প্রয়োগে ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি। অভিযোগের ভিত্তিতে নয়, নিজ উদ্যোগে যে কোনো ধরনের নির্বাচনকেন্দ্রিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন,দোষারোপ না করে সবাই মিলে কাজ করতে হবে। অতীত কী হয়েছে সেটা না বলে ভবিষ্যতে কী করবেন সেটা নিয়ে ভাবেন। নির্বাচনের সময় অন্যায়ভাবে কোনো চাপ প্রয়োগ করা হবে না–সেই নিশ্চয়তা দেয়া হয়েছে। কোনো চাপ এলে সেটা ইসি সামলাবে।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, নির্বাচন কমিশন এর অংশ হতে চায় না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!