বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৭:৩৮ পিএম

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। গতকাল (সোমবার ২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। 
ঘটনা নিশ্চিত করে আজ (মঙ্গলবার, ১৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসিতে আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন। আবেদনে তিনি দলের সভাপতি উল্লেখ করেছেন।
চিঠিতে, দলের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ।দল প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।
দলের ব্যাংকের নাম ও ঠিকানা নেই। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন উজ্জল রায়।আবেদন থেকে আরো জানা যায়, তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে।এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেন, ‘আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আজ জমা পেয়েছি। যেকোনো আবেদন প্রাথমিক অবস্থায় গ্রহণ করা হয়। রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!