পারভেজ উজ্জ্বল, নীলফামারী : স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি,টেকসই সমাজ গড়ি` এই ¯েøাগানের আলোকে নীলফামারীতে পালিত হয়েছে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ এপ্রিল মঙ্গলবার ১৮ তম বিশ্ব অটিজম দিবস উৎযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমবেত হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজ সেবা সহকারী পরিচালক নুসরত ফাতেমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, শহর সমাজ সেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ সরকার প্রমুখ।অনুষ্ঠানে ১০জন প্রতিবন্ধিদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :