টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরমের দাপট এখনো বিদ্যমান। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। সেই সঙ্গে এ মাসে শিলা ও বজ্রবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে (মে, ২০২৫) এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১ বা ২টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে চলতি মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মানের কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সে.) অথবা মাঝারি ধরনের (৩৮-৩৯.৯ক্কসে) তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (৪০ডিগ্রি সে.) বয়ে যেতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।এদিকে মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
আপনার মতামত লিখুন :