বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ে কর লাগবে না

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৮:৫৯ পিএম

বিয়ে কর লাগবে না

বিবাহ সম্পাদনে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার২১ জানুয়ারী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে।
এত দিন বিবাহ নিবন্ধন ফরমের (নিকাহনামা) একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। এখন সেই ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটিকে অবিবাহিত করা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!