সারাদেশে বজ্রসহ শিলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সিলেট বিভাগে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি। রবিবার সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী বুধবার থেকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আপনার মতামত লিখুন :