চলমান অপারেশন ডেভিল হান্টের অষ্টম দিনে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রæয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি পাইপগান ও একটি কুড়াল উদ্ধার হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে আরো ৭৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সবমিলিয়ে আলোচ্য সময়ে দেশজুড়ে ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় কয়েকটি ছোট (হালকা) অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৩ হাজার ৪৮২ জন গ্রেপ্তার হলেন। এর আগে সপ্তম দিনে ৪৭৭ জন, ষষ্ঠ দিনে ৫০৯ জন, পঞ্চম দিনে ৫৬৬ জন এবং চতুর্থ দিনে ৫৯১ জন গ্রেপ্তার হন।
গত ৭ ফেব্রæয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হন। পরিপ্রেক্ষিতে পরের দিন থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্র্বতী সরকার। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :