বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

নীললফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১২:৩৯ এএম

নীললফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

পারভেজ উজ্জ্বল, নীলফামারী প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে নীলফামারী ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন। 
সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান খান এর সভাপতিত্বে আজ ২৩ মার্চ রবিবার বিকেলে শহরের আশা কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলার শিক্ষক, সাংবাদিক, গোয়েন্দাসংস্হা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, নীলফামারীর উপদেষ্টা শামসুল হক শাহ, কেন্দ্রীয় কমিটির বোরহান উদ্দিন,সদস্য সান্তনা বেগম,নীলফামারী খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।
সভায় ইনসাফ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান বলেন,ইনসাফ প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য,শুরুতে ভালো কাজ করলে অনেক নিন্দুকের কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়, এজন্য সকলের নিকট সহযোগিতা ও অনুপ্রেরণার দেয়ার আহবান জানান। তিনি আরও বলেন,সকলের সহযোগিতা পেলে, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নীলফামারী জেলার এই সমাজ থেকে সুদ ঘুষ, ব্যবিচার মুক্ত গড়ে তুলবেন।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!