হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে চোরাচালানী মালামালসহ সমীর পাল নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে ট্রাকসহ আটক করেছে বিজিবি। যাহার সর্বমোট সিজার মূল্য-৫৭,৪৫,৮০০/-টাকা (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা)।
জনা গছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বুড়িমারী আইসিপি দিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভার কর্তৃক ভারতীয় ট্রাক বাংলাদেশ হতে পাথর আনলোড করে ভারতে ফেরত যাওয়ার প্রাক্কালে বিজিবির তল্লাশীতে চোরাচালানী মালামালসহ ভারতীয় এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিজিবি। উক্ত ড্রাইভারের নাম সমীর পাল, পিতা-গৌরঙ্গো পাল, গ্রাম+পোষ্ট-চেংড়াবান্ধা, থানা-মেকলিগঞ্জ, জেলা-কুচবিহার। পরে আটককৃত আসামী ও মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি।
আটককৃত (ট্রাকের মূল্য-৪৫,০০,০০০/-টাকা এবং জব্দকৃত মালামালের মূল্য-১২,৪৫,৮০০/-টাকা) সর্বমোট সিজার মূল্য-৫৭,৪৫,৮০০/-টাকা (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা)। বুড়িমারী স্থলবন্দরে বিপুল পরিমাণ চোরাচালানী মালামালসহ ভারতীয় ট্রাক ড্রাইভার বিজিবির হাতে আটকের বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :