শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ১১:৪৯ এএম

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

শীতে কাপছে চুয়াডাঙ্গা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 
জেলা শহরে আজিজুল হক নামের এক ভ্যানচালক বলেন, খুব সকালে বাড়ি থেকে বের হয়েছি। মনে হচ্ছে ঠান্ডায় হাত ও পায়ের পাতা বরফ হয়ে যাচ্ছে। যাত্রী পাওয়া যাচ্ছে না। হালকা বাতাসে পুরো শরীর কাঁপছে। এ রকম আরও কয়েকদিন হলে সকালে বের হওয়া যাবে না। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশা কম হলে তাপমাত্রাও কমবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!