রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পাটুরিয়া ঘাটে পরিবহন সেক্টরের কর্মচারীদের দুর্বৃত্তায়ন চলছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৩:২০ পিএম

পাটুরিয়া ঘাটে পরিবহন সেক্টরের কর্মচারীদের দুর্বৃত্তায়ন চলছে

স্টোফ রিপোর্টার: ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরে আসা কর্মজীবী মানুষদের জিম্মি করে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পরিবহন সেক্টরের কর্মচারীদের দুর্বৃত্তায়ন চলছে। ১৮০ টাকার ভাড়া ৪০০ টাকা নিচ্ছে।  হাজার হাজার যাত্রী অসহায়ের মতন দাঁড়িয়ে আছে।  পুলিশের তৎপরতাও থেমে নাই, যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেয়ার কারণে  সেলফি, রইচ এবং বেশ কিছু পরিবহন থেকে ২৩ হাজার টাকা করে জরিমানা করায় মুহূর্তের মধ্যে সমস্ত গাড়ি উধাও হয়ে গেল, টার্মিনাল এখন ফাঁকা, হাজার হাজার যাত্রী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ, একাধিক লাকেজ নিয়ে প্রচন্ড গরমের মধ্যে দুর্বিসহ সময় অতিক্রম করছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!