বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:৩৬ পিএম

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনিক রায়, ফরিদপুর:ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক অপরাধ চিত্র পর্যালোচনার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল জোরদার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম,পিপিএম বলেন,“জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখাই পুলিশের মূল দায়িত্ব। প্রতিটি মামলার তদন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং অপরাধ দমনে আরও সক্রিয় হতে হবে। পুলিশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) জনাব মোঃ রেজওয়ান দিপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান,সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংস্থার আগত কর্মকর্তারা।
সভা শেষে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!